সুদানে থেকে প্রথম ধাপে ৫০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
সুদানে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে প্রথম ধাপে ৫০০ বাংলাদেশিকে এক সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, সুদানে অবস্থানত দূতাবাসের কর্মকর্তারা খারতুম ছেড়ে নিরাপদে আছেন। ৫০০ বাংলাদেশিকে প্রথম ধাপে পাশের দেশের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে।
আর আগে ২৫ এপ্রিল বিকালে নিজের সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানান, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।