ট্রেনে স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরছেন মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
ঈদুল ফিতরের ষষ্ঠ দিনে আজ। এদিকে আজও কর্মস্থল ঢাকায় ফিরছেন হাজার হাজার মানুষ। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে ঢাকামুখী মানুষের চাপ দেখা যাচ্ছে।
সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকামুখী সব ট্রেন নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আবার অনেক ট্রেন বিভিন্ন গন্তেব্যের উদ্দেশে সময় মতো ছেড়েও যাচ্ছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ পরিবার ও স্বজনদের মায়া কাটিয়ে আবারও ব্যস্ততম নগরীতে ফিরছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন হাজারো মানুষ।
এদিকে ঈদের ষষ্ঠ দিনেও অনেকে বাড়ি যাচ্ছেন। ঈদের আগে নানা ব্যস্ততায় বাড়ি যেতে না পারায় ঈদের পড়ে এখন বাড়ি যাচ্ছেন অনেকে।
কমলাপুর স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আজও সকাল থেকে নির্ধারিত সময়ে ফিরছে ট্রেন। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়েও যাচ্ছে সময়মতো।