আজও রাজধানী ফিরছে মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
ঈদুল ফিতরের ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে গত ২৪ এপ্রিল। এক সপ্তাহ পরেও আজও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষজন।
শুক্রবার (২৮ এপ্রিল) সরেজমিনে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে এ চিত্র দেখা যায়।
দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে প্রবেশ করছে বাসস্ট্যান্ডে। সড়কে এখনো যানবাহনের চাপ না থাকায় দ্রুততম সময়েই ঢাকা ফিরতে পারছেন যাত্রীরা।
এদিকে আজও ঢাকা থেকে বাড়িতে যাচ্ছেন অনেক মানুষ। বাসস্ট্যান্ডে যাত্রীদের বিভিন্ন গন্তব্যের টিকিট কাটতে ও অপেক্ষা করতে দেখা যায়।
শেরপুরগামী বাসের টিকিট কেটে অপেক্ষা করছিলেন মোজাম্মেল হোসেন। তিনি জানান, ঈদে ঢাকাতে ছিলাম। বাবা মা বাড়িতেই থাকে। তাদের সঙ্গে দেখা করতে বাড়িতে যাচ্ছি।