দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেটে গেছে। ফলে দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।
শনিবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সাংবাদিকদেরকে জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী রোববার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।