মে মাসে ৪০ ডিগ্রি তাপমাত্রায় পুড়বে দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩
আগামী মে মাসেও চলতি মাসের মতো তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।
এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানায়, এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশব্যাপী বৃষ্টিপাত বৃদ্ধিসহ বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সাথে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
মে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ‘আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়।
তিনি আরও জানান, তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে।