আজও রাজধানীমুখী মানুষের ভিড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


আজও রাজধানীমুখী মানুষের ভিড়
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের অষ্টম দিন আজ। এখন পরিবারের সান্নিধ্য পেতে ঢাকা ছাড়ছেন কেউ-কেউ। এদিকে সেই সঙ্গে ঢাকায় আসা হাজারও মানুষের ভিড় লক্ষ করা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।


শনিবার (২৯ এপ্রিল) স্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।


ঈদের ছুটি শেষে গত সোমবার খুলেছে সরকারি অফিস-আদালত। তবে বেসরকারি নানা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনও বন্ধ রয়েছে। এছাড়া, অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। 


কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী জয়নাল আবেদিন জানান, বাচ্চাদের স্কুল-কলেজ খোলা। ফলে, আবারও ফেরত আসতে হয়েছে। সত্যি বলতে গ্রামের দিলখোলা হাওয়া আর মায়ামাখানো পরিবেশ ছেড়ে ফিরতে ইচ্ছে করছিল না।


এদিকে, ঢাকা অভিমুখী ট্রেনের পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীর ভিড় ছিল চোখে পড়ার মতো। 


কমলাপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ম দিনেও বরাবরের মতো প্রায় সবগুলো ট্রেনই তেমন বড় ধরণের শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা থেকে ছেড়ে গেছে এবং ঢাকায় এসে পৌঁছেছে।