বিএসএমএমইউ শিশু কার্ডিওলজিতে নতুন পরিচালক নিয়োগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


বিএসএমএমইউ শিশু কার্ডিওলজিতে নতুন পরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলম। যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।


শনিবার (২৯ এপ্রিল) বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয়ে শিশু কার্ডিওলজি ও সার্জারি ইউনিটে নবনিযুক্ত প্রকল্প পরিচালক ডা. মো. শাখাওয়াত আলম সৌজন্য সাক্ষাৎকার করেন।


এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সকলের সঙ্গে মিলেমিশে সবার মতামত নিয়ে কাজ করার জন্য নবনিযুক্ত প্রকল্প পরিচালকে নির্দেশনা প্রদান করেন। জবাবে ডা. মো. শাখাওয়াত আলম প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্ সবুজ, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইবনে কবির, শিশু দন্ত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকির শিকদার, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান প্রমুখ।


এর আগে, গত ২৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিকল্পনা-১ শাখার উপসচিব নাদিরা হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিএসএমএমইউর শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, বিএসএমএমইউর শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত আলমকে (এ৩৫৬০২) বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।


নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।


এই পদের বিপরীতে তিনি প্রচলিত সরকারি বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।