ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে সারাহ ইসলাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে সারাহ ইসলাম
ফাইল ছবি

সারাহ ইসলাম বাংলাদেশের একটি আলোকিত নাম। দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টে অঙ্গদান করেছিলেন ২০ বছর বয়সী সারাহ ইসলাম। ইতিহাসে নাম লেখানো এই তরুণীকে নিয়ে এবার ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে।


শনিবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারা ইসলামকে নিয়ে প্রশ্ন করা হয়। ভর্তি পরীক্ষার ৩৬ নম্বর প্রশ্নটি ছিল সারাহ ইসলামকে নিয়ে।


জানা গেছে, জন্মের শুরুতে সারাহ জীবনসঙ্কটে পড়েন। মাত্র ১০ মাস বয়সে দুরারোগ্য ব্যাধি টিউবেরাস স্ক্লেরোসিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তিনি। দেহকে কুরে কুরে শেষ করে দেয়া এই রোগ নিয়েই পার করেছেন ১৯ বছর।