বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।


শনিবার (২৯ এপ্রিল) এক ফেসবুকে পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।


পোস্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, শনিবার দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।


কালবৈশাখী ঝড়ের কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারীমানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।


আজও প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, রাজশাহী জেলায়, উল্লেখ করেন তিনি।