৩ নদী বন্দর পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩


৩ নদী বন্দর পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা

ঘোড়াশাল,আশুগঞ্জ ও ভৈরব নদী বন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নবনিযুক্ত চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। 


দায়িত্ব গ্রহণের পরে শনিবার (২৯ এপ্রিল) সকালে প্রথমবারের মতো ঘোড়াশাল, আশুগঞ্জ ও ভৈরব নদী বন্দর এলাকা পরিদর্শনে আসেন তিনি।


এসময় তিনি লঞ্চঘাট, ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করেন। এছাড়াও তিনি  নদী বন্দর অফিস, লঞ্চ টার্মিনাল, বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ অফিস ও বিআইডব্লিউটিএ’র গোডাউন পরিদর্শন করেন।


এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) সদস্য (অর্থ) মো: শাহজাহান, পরিচালক নৌসওপ মো: শাহজাহান, পরিচালক (বন্দর ও পরিবহন) সাইফুল ইসলাম, পরিচালক (স্টেট ও আইন) এ কে এম আরিফ উদ্দিন, অতি: প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামান ও মো: সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট বন্দর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য এর আগে ১ মার্চ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। 


আরএক্স/