বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩
বাংলাদেশ নাগরিকদের জন্য ই-ভিসা সেবা চালু করেছে সৌদি আরব। এর ফলে এখন থেকে সৌদিতে যেতে আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না।
সোমবার (১ মে) দুপুরে ঢাকাস্থ ঢাকার সৌদি দূতাবাসে এ ই-ভিসার উদ্বোধন করা হয়।
ই-ভিসা উদ্বোধন উপলক্ষে ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা আজ থেকে ই-ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারবেন। আজ একটি ঐতিহাসিক দিন। আর স্টিকার ভিসার প্রয়োজন হবে না। এটা অনেক সহজ হবে।
তিনি বলেন, আগে বাংলাদেশিদের ওমরাহর জন্য ই-ভিসা চালু ছিল। তবে এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে ই-ভিসা নেওয়া যাবে।