দেশে বেকার সংখ্যা কত, জানালো বিবিএস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২রা মে ২০২৩


দেশে বেকার সংখ্যা কত, জানালো বিবিএস
ছবি: সংগৃহীত

দেশের বেকার সংখ্যা ২০ লাখ ৫৯ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)- এর এক জরিপে  তথ্য ওঠে এসেছে।


মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি, সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। 


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আজিজা রহমান।