ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেলে


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২রা মে ২০২৩


ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেলে
প্রতীকী ছবি

কবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের গণনা অনুসারে, আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


সোমবার (২ মে) দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানিয়েছেন। 


সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার জানিয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে। পরদিন জিলহজ মাসের ১০ তারিখ। আরবি হিসেব অনুযায়ী ওই দিনই ঈদুল আজহা।


যদিও সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো কিছু এখনও জানানো হয়নি।