খার্তুম থেকে সুদান পোর্টে পৌঁছেছেন বাংলাদেশি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ৩রা মে ২০২৩


খার্তুম থেকে সুদান পোর্টে পৌঁছেছেন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের ইতমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে খার্তুম থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি পোর্ট সুদানে পৌঁছেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।


তারেক আহমেদ গণমাধ্যমকে জানান, ১৩টি বাসে করে বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে। ১০টি বাস ইতোমধ্যে পৌঁছে গেছে এবং বাকি তিনটি বাস পথে রয়েছে।


তারেক আহমেদ জানান, পোর্ট সুদানে একটি স্কুল বিল্ডিংয়ে বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং যে কয়েক দিন তারা এখানে থাকবে, তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আরও শামিয়ানার ব্যবস্থা করা হচ্ছে।


পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের নিরাপদে জেদ্দায় পাঠানো হবে। সৌদি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে। এ জন্য সৌদি কর্তৃপক্ষ সহায়তা করছে বলে তিনি জানান।