বেসরকারিভাবে পশু জবাইখানা পরিচালনা করবে দক্ষিণ সিটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত আধুনিক পশু জবাইখানা বেসরকারিভাবে পরিচালনা করবে সংস্থাটি। সেই লক্ষ্যে এ সংক্রান্ত সরকারি বিধি, বিধান, নীতিমালা ও অন্য কর্পোরেশন কর্তৃক পরিপালনকৃত নীতিমালা পর্যালোচনা করার জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি।
বুধবার (৩ এপ্রিল) ডিএসসিসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে আট সদস্যের এই কমিটি গঠন করেন।
সচিব আকরামুজ্জামান জানান, এই কমিটি ডিএসসিসির উদ্যোগে নির্মিত আধুনিক পশু জবাইখানা বেসরকারিভাবে পরিচালনা নীতিমালা প্রণয়ন ও ইজারার সরকারি মূল্য নির্ধারণের পাশাপাশি ইজারার শর্তগুলোসহ শিডিউল প্রণয়ন করবে।