দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের
বক্তব্য দিচ্ছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, শৃঙ্খলার মান ধরে রেখে ফায়ারফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।


মঙ্গলবার (৩ মে) সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬১তম ব্যাচের ৪৪৯ জন নবীন ফায়ারফাইটারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে এসব কথা বলেন।


বক্তব্যের শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের এবং সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী অগ্নিবীরসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


মঙ্গলবার ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টায় এ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অধিদফতরের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, নবীন ফায়ারফাইটারদের অভিভাবকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ৩৫৭ জন ফায়ারফাইটার সরাসরি মিরপুরে এবং ৯২ জন খুলনা থেকে অনলাইনে উপস্থিত ছিলেন।