তাপ কমাতে দুই লাখ গাছ লাগাবে উত্তর সিটি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৫ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


তাপ কমাতে দুই লাখ গাছ লাগাবে উত্তর সিটি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার তাপমাত্রা কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।


বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সমঝোতার চুক্তি সই হয় বলে  জানা গেছে।


ঢাকা শহরের তাপমাত্রা কমাতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। 


মেয়র আতিক বলেন, ঢাকা উত্তর সিটি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।


মেয়র বলেন, জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোসহ নানা কর্মসূচি নেওয়া হবে। এরইমধ্যে প্রকৃতিবান্ধব কিছু কার্যক্রম শুরু হয়েছে। আমরা ছাদবাগান উৎসাহিত করেছি। তার সাড়াও পাচ্ছি।


তিনি বলেন, লাউতলা খাল দখলমুক্ত করে গাছ লাগোনো হয়েছে। মিরপুরের কালশীতে ১৮ বিঘা জমি উদ্ধার করে সেখানে উন্মুক্ত পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতমধ্যে কাজ শুরু হয়েছে।  


মেয়র বলেন, আমি পাড়া-মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার সাহায্য চাই। কারণ গাছগুলো লাগানোর পর তা যেন কেউ ভেঙে না দেয়। সেগুলোর যত্ন যেনও নেওয়া হয়।