মৃতপ্রায় কমলগঞ্জের ধলাই নদী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩


মৃতপ্রায় কমলগঞ্জের ধলাই নদী
ছবি: জনবাণী

ভারতের ত্রিপুরার চুলুবাড়ির হঠাৎবাজার থেকে মানিকবন্দর হয়ে এড়ারপার বাজার পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি করছে সে দেশের সরকার। এই রাস্তার মাঝামাঝি স্থানে সে দেশের ধলাই জেলার ধলাই নদীর উপরে একটি লোহার ব্রিজ ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এড়ারপার এলাকার এই লোহার ব্রিজটি ভেঙে পড়ে। এতে কমলপুর-কৈলাশহর রাস্তার যাত্রীদের চরম দুর্যোগ পোহাতে হয়। লোহার ওই ব্রিজের স্থানে বর্তমানে একটি ব্রিজ তৈরি চলছে। এই ব্রিজ করতে গিয়ে কমলগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত ধলাই নদীর ভারতের অংশের এড়ারপার এলাকায় দেয়া হয়েছে।


জানা গেছে, ধলাই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকের পাহাড়ে। ত্রিপুরা রাজ্য থেকে প্রায় ৬৬ দশমিক ৭৭ কিলোমিটার পথ অতিক্রম করে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিলা এলাকা দিয়ে বাংলাদেশের ঢুকেছে ধলাই নদী। সীমান্তের ওপারে ধলাই নদীর দৈর্ঘ্য প্রায় ৬৪০ কিলোমিটার। আর বাংলাদেশের ভেতরে ৫৭ কিলোমিটার। নদীটি কমলগঞ্জ উপজেলার বুক চিরে মৌলভীবাজারের মনু নদীতে মিশেছে। 


নদীটি হঠাৎ শুকিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, ভারতের এড়ারপার এলাকায় ধলাই নদীর উপর সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর পিলারের (খুঁটি) ভিত (বেডামেন্ট) ঢালাইয়ের জন্য নদীতে বাঁধ দিয়ে সেতুর কাজ করা হচ্ছে। এতে নদীতে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে নদীতে বাঁধ বেঁধে গার্ডার সেতু নির্মাণ কাজের ফলে ভাটি অঞ্চলের কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ধলাই নদী এখন মৃতপ্রায়। 


পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, সেতু নির্মাণের জন্য এভাবে বাঁধ দেয়া নদী হত্যার শামিল। পানি প্রবাহের ব্যবস্থা রেখে সেতু নির্মাণ করায় নদীর বুকে চর জেগেছে ভারতের ত্রিপুরার চুলুবাড়ির হঠাৎবাজার থেকে মানিকবন্দর হয়ে এড়ারপার বাজার পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি করছে সে দেশের সরকার। এই রাস্তার মাঝামাঝি স্থানে সে দেশের ধলাই জেলার ধলাই নদীর উপরে একটি লোহার ব্রিজ ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এড়ারপার এলাকার এই লোহার ব্রিজটি ভেঙে পড়ে। এতে কমলপুর-কৈলাশহর রাস্তার যাত্রীদের চরম দুর্যোগ পোহাতে হয়। লোহার ওই ব্রিজের স্থানে বর্তমানে একটি ব্রিজ তৈরি চলছে।


জানা গেছে, ধলাই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকের পাহাড়ে। ত্রিপুরা রাজ্য থেকে প্রায় ৬৬ দশমিক ৭৭ কিলোমিটার পথ অতিক্রম করে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিলা এলাকা দিয়ে বাংলাদেশের ঢুকেছে ধলাই নদী। সীমান্তের ওপারে ধলাই নদীর দৈর্ঘ্য প্রায় ৬৪০ কিলোমিটার। আর বাংলাদেশের ভেতরে ৫৭ কিলোমিটার। নদীটি কমলগঞ্জ উপজেলার বুক চিরে মৌলভীবাজারের মনু নদীতে মিশেছে। 


অনুসন্ধানে স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, ভারতের এড়ারপার এলাকায় ধলাই নদীর উপর সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুর পিলারের (খুঁটি) ভিত (বেডামেন্ট) ঢালাইয়ের জন্য নদীতে বাঁধ দিয়ে সেতুর কাজ করা হচ্ছে। এতে নদীতে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে নদীতে বাঁধ বেঁধে গার্ডার সেতু নির্মাণ কাজের ফলে ভাটি অঞ্চলের কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত ধলাই নদী এখন মৃতপ্রায়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, সেতু নির্মাণের জন্য এভাবে বাঁধ দেয়া নদী হত্যার শামিল।