খালেদা জিয়াকে সুস্থ রাখার চেষ্টা চলছে: চিকিৎসক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৭ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩


খালেদা জিয়াকে সুস্থ রাখার চেষ্টা চলছে: চিকিৎসক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেছেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়। তাই বিভিন্ন শারীরিক উপসর্গ নিরসন করে খালেদা জিয়াকে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে।


বৃহস্পতিবার (৪ মে) রাতে তার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে তিনি এ কথা জানান। 


ডা. জাহিদ জানান, টোটাল হাইপার টেনশন কমানোর জন্য খালেদা জিয়াকে কিছু মেডিসিন দেওয়া হয়। সেই মেডিসিনগুলো উনি আগে থেকেই পাচ্ছেন। এখনও পাচ্ছেন ও পেতেই থাকবেন। কিন্তু এটাকে সার্জিক্যালি মানিপুলেট করার সুযোগ আছে। 


তিনি বলেন, গত ২৯ এপ্রিল ম্যাডামের কিছু উপসর্গের কারণে ষষ্ঠবারের মতো এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা করানোর জন্য যান। সেখানে রিপোর্টগুলো থেকে মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেয়।


তিনি আরও বলেন, খালেদা জিয়ার হার্টে যেহেতু ব্লক রয়েছে, আরও ছয় মাস আগে মাত্র একটি ব্লকের চিকিৎসা করানো হয়েছিল। বাকি দুইটি ব্লক এখনও রয়ে গেছে। এছাড়া লিভারের সমস্যা সমাধান ও উচ্চ রক্তচাপ কমানোর জন্য বলা হয়েছিল। 


এখন আবার আগের মতো বাসায় রেখে নিবিড় পর্যবেক্ষণ করে খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।