গাজীপুর সিটি নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজমত উল্লার কাছে ব্যাখ্যা চাইল ইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ৫ই মে ২০২৩


আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজমত উল্লার কাছে ব্যাখ্যা চাইল ইসি
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আজমত উল্লা খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, বিষয়টি নিয়ে তার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 


বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। গাজীপুর সিটিতে আচরণবিধি লঙ্ঘন দেখে কড়া হুঁশিয়ারির পর আবার একই ঘটনা ঘটায় ছুটির দিনে সভা ডাকে ইসি। 


সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজমত উল্লাকে আগামী ৭ মে বেলা ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে তার পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রতিমন্ত্রী জাহিদ আহসানকে সতর্ক করা হয়েছে।


এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।


ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে সতর্ক করেন রিটার্নিং কর্মকর্তা।


এমন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৪ মে বৃহস্পতিবার ফের নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে সভা করেন যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।