পঞ্চগড়ে গান শোনার কথা বলে শিশুকে ধষর্ণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
পঞ্চগড়ের বোদা উপজেলায় গান শোনার কথা বলে শিশুকে ধষর্ণের চেষ্টায় মামলা দায়ের। ধর্ষনের চেষ্টাকারী নয়ন দাস উপজেলার বোদা পৌরসভা এলাকার ইসলামবাগ গ্রামের রমেশ দাসের ছেলে। ঘটনার একদিন পর বৃহষ্পতিবার রাতে নয়ন দাসকে বোদা থানা পুলিশ পাশ্ববর্তী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি শুক্রবার (৫ মে) বিকেল তিনটার দিকে নিশ্চিত করেন বোদা থানার ওসি সুজয় কুমার রায়। তিনি জানান,আজ শুক্ররবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নয়ন দাস ওই প্রতিবেশী শিশুটির সাথে পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে সর্ম্পক গড়ে তোলে। এদিকে বুধবার (৩ মে) দুপুরে গান শোনানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায় এবং এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে নয়ন।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও তার বাবা মা নয়ন দাসের শোয়ার ঘর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে গত বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে।
মুঠোফোনে বোদা থানার ওসি সুজয় কুমার রায় শুক্ররবার জানান, শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এবং বৃহস্পতিবার রাতে বোদা উপজেলার ঝলইশালশিরি এলাকার পাশে সীমানা আটোয়ারী সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরএক্স/