ডেঙ্গুতে আরও ৪ জন হাসপাতালে ভর্তি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ এএম, ৬ই মে ২০২৩


ডেঙ্গুতে আরও ৪ জন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি।


শুক্রবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ৪৯১ জন।


জেবি/ আরএইচ/