দক্ষিণ সিটিতে ৮টি অস্থায়ী পশুর হাট বসবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এরইমধ্যে হাটের ইজারার জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এসব হাটের ইজারা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
অস্থায়ী ৮টি হাট ছাড়াও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থায়ী হাট সারুলিয়ার হাটেও পশু কেনাবেচা হবে। এই হাটটি ডিএনসিসির গাবতলী হাটের মতো স্থায়ী হাট।
অস্থায়ী ৮টি হাটের মধ্যে রয়েছে, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন খোলা জায়গা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা এবং আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, হাটগুলো ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি সবগুলো হাট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের শেষের দিকে হাটের ইজারা চূড়ান্ত হবেও বলে নিশ্চিত করেন তিনি।