Logo

দায়িত্ব নেয়ার আগেই চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৩, ১৬:৩৬
50Shares
দায়িত্ব নেয়ার আগেই চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত
ছবি: সংগৃহীত

বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন গতকালও গায়ে জ্বর, কাশি ছিল

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

তার ফুফাতো ভাই তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। 

বেসরকারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD