বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডি'র শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৫ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং নবনিযুক্ত এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার।
শনিবার (৬ মে) সকালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। তারা জাতির পিতাসহ ১৫ আগষ্টে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রমজান বাহার, মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), জিএমবৃন্দসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহনে আলোচনা সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি এবং এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম আলী আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি