সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে ১৩৫ বাংলাদেশিকে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৩
সৌদি আরবের সামরিক উড়োজাহাজে করে ১৩৫ জনকে পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া হচ্ছে। সৌদি সরকারের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সু দানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
রবিবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বাংলাদেশিদের নিয়ে যাত্রা শুরু করবে।
উড়োজাহাজটি জেদ্দার বাদশাহ আবদুল্লাহ বিমানঘাঁটিতে অবতরণ করবে বলেও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
সূত্র জানিয়েছে, সৌদি সরকারের সহযোগিতায় ১৩৫ জনকে একটি ফ্লাইটে করে আজ জেদ্দায় নেওয়া হচ্ছে। তাদের মধ্যে নারী-শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তীতে জেদ্দায় নেওয়া হবে। তবে তাদের জন্য ফ্লাইট বা জাহাজ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে তাদেরও যেন দ্রুত জেদ্দায় নেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে।
গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৭৫ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেওয়া হয়।
খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্যমতে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।
সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
জেবি/এসবি