দেশে শিশু মৃত্যুর হার কমেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ৭ই মে ২০২৩


দেশে শিশু মৃত্যুর হার কমেছে
ফাইল ছবি

শিশু মৃত্যুর হার কমেছে, মায়ের  মৃত্যুর হার কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


রবিবার (৭ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে বিশ্ব টিকাদান সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী  বলেন, আমি মনে করি দেশে টিকাদান কর্মসূচিতে সফলতা অনেক। শিশু মৃত্যুর হার কমেছে, মায়ের  মৃত্যুর হার কমেছে। টিকা সেখানে বড় অবদান রেখেছে। এখন আমাদের দেশে গড় আয়ু ৭৩ বছর। টিকা এখানে অনেক বড় ভূমিকা রেখেছে।


তিনি আরও বলেন, আমি আশা করবো যে কার্যক্রম চলছে সেটা আরও ভালোভাবে চলমান থাকবে, আমাদের ভালো রাখতে হবে। আমরা সংক্রামক ব্যাধির ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। কিন্তু অসংক্রামক ব্যাধি বাড়ছে। আমাদের সেদিকেও নজর রাখতে হবে।


জেবি/এসবি