হঠাৎ সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২০


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১০ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩


হঠাৎ সড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২০
ছবি: সংগৃহীত

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 


রবিবার (৭ মে) বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। এদিন বিকেল ৪টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ভান্ডারীয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। বাসটির মধ্যে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে। 


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের উপর উল্টে যায়, এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ।


জেবি/এসবি