সুদান থেকে জেদ্দায় পৌঁছাল ৭০ বাংলাদেশি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩০ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩


সুদান থেকে জেদ্দায় পৌঁছাল ৭০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

সংঘাতপূর্ণ সুদান থেকে দুটি ফ্লাইটে ৭০ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছে। 


রবিবার (৭ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সৌদি সামরিক বাহিনীর দুইট উড়োজাহাজে সৌদি আরবের জেদ্দা শহরে পৌঁছান তারা। 


সেখানে পৌঁছালে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।  এ সময় সেখানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও উপস্থিত ছিলেন।


সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে ৩৫ জন ও আরেকটি ফ্লাইটে ২৫ জনসহ মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছে। আরও প্রায় ৬৫ জন বাংলাদেশী যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে।


সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশি এ সকল নাগরিকদের আজ রবিবার রাত ১টার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে।


সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।


জেবি/এসবি