সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৩


সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি
সিরাজুল আলম খান

স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক  প্রধান সংগঠক সিরাজুল আলম খান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 


রবিবার (৮ মে) রাত সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা তাকে ঢাকার পান্থপথের হাসপাতালে ভর্তি করেন। 


বর্তমানে তাকে শ্বাস প্রশ্বাসের অপ্রতুলতার জন্য অক্সিজেন দিয়ে জরুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং বুকে ব্যথার কারণে ডাক্তারের পরামর্শনুযায়ী তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে। 


উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৮২ বছর বয়সী সিরাজুল আলম খান। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন সিরাজুল আলম খান। 


জেবি/এসবি