ঢামেকের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৭ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
সোমবার (৮ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বলেন, হাসপাতালের মাইকে রোগীদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগুন ফায়ার সার্ভিস আসার আগেই হাসপাতালের কর্মচারীরা নিভিয়ে ফেলেছেন।