অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালাল স্বামী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:০৯ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩
লক্ষ্মীপুরে শারমিন আক্তার নামের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার (৮ মে) দুপুর পৌনে ১টার দিকে সদর হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যান অভিযুক্ত সুমন।
শারমিন আক্তার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার চরমনসা গ্রামের মো. তোফায়েলের মেয়ে। তার স্বামীর বাড়ি একই ইউনিয়নের ছটকির সাঁকো বাজার সংলগ্ন আমরি এলাকায়।
শারমিন চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানায় তার পরিবার।
নিহতের পরিবার সূত্র জানায়, প্রায় ৯ বছর আগে ওমান প্রবাসী সুমনের সঙ্গে পারিবারিকভাবে শারমিনের বিয়ে হয়। তাদের ঘরে উম্মে তায়বা (৭) নামের একটি মেয়ে রয়েছে। তার শ্বশুরের মৃত্যুর পর শাশুড়ি খুকু মনি দ্বিতীয় বিয়ে করে স্বামী নিয়ে এ বাড়িতেই থাকেন। সুমনের অনুপস্থিতিতে শাশুড়ির সঙ্গে শারমিনের প্রায়ই ঝগড়া হতো। তিনমাস আগে সুমন ছুটিতে বাড়িতে আসেন। তাদের মধ্যে কলহ শুরু হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারী আম পাড়াকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।