বেনাপোলে ফেন্সিডিল ভারতীয় অবৈধ প্রসাধনীসহ গ্রেফতার ৩
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে সোমবার (৮ মে) বিকাল সাড়ে ৪টার সময় বেনাপোল পোর্ট থানাধীন রেজাউল মার্কেটের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরী নজেল, যার আনুমানিক সর্বমোট মুল্য ৪,৫১,২০০/-টাকার পণ্যসহ আসামী-আঃ নবীছদ্দিন(৫২), পিতা-মৃত নূর আলী মন্ডল, স্থায়ী: গ্রাম- মাগুরা, থানা- ঝিকরগাছা, জেলা -যশোর, বর্তমান: গ্রাম- বড় আচঁড়া (ফজলুর বাড়ীর ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর’কে গ্রেফতার করা হয়।
অপরদিকে অন্য আরেকটি পৃথক অভিযানে বেনাপোল ছোট আচঁড়া গ্রামের বেনাপোল স্থলবন্দরের ২২ নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে রাত ১০টার সময় ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ আসামী ইউসুফ মন্ডল (৩৬),পিতা-বশির মন্ডল, গ্রাম-খাবরাপোতা, থানা-গোপালনগর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, মোঃ জুয়েল রানা (২০), পিতা-সেলিম মোড়ল, গ্রাম-বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন,যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম, এর নির্দেশে পৃথক অভিযান পরিচালনাকালে ২০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ভারতীয় অবৈধ প্রসাধনীসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
আরএক্স/