নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ও মাঠ দফতরগুলোর নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে। মাঠ কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সভায় আলোচনা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের ফায়ার ফাইটিং ব্যবস্থা আধুনিকায়ন করাসহ নিজস্ব জনবলকে প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন। ভবনের বেইজমেন্টে যাতে কোনো অনাকাঙিক্ষত লোকজন প্রবেশ করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে আঞ্চলিক, সিনিয়র জেলা ও উপজেলা কার্যালয় হতে পত্র দেওয়া যেতে পারে এবং অনিষ্পন্ন কাজ যথাযথভাবে নিষ্পন্ন করার কথা তোলা হয় আলোচনায়।
চলতি বছর ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।