কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:২৫ পিএম, ৯ই মে ২০২৩

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কিশোর গ্যংয়ের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ মে) রাত আনুমানিক ১০টায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)।
খোঁজ নিয়ে জানা গেছে, মাছুম ও সজিব নামের দুই বন্ধু সন্ধ্যায় তাদের বান্ধবীদের নিয়ে বিটাক মোড়ে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য তাদের বান্ধবীদের ইভটিজিং করতে থাকে। এ সময় তারা বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহত সজিব অটোরিকশা চালাতো, আর মাছুম একটি দোকানে কাজ করতো বলে জেনেছি।