দুমকিতে শ্রমিক সংকটে কৃষকের ডাল তুলে দিলো ছাত্রলীগ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
পটুয়াখালীর দুমকিতে মুগ ডালের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট থাকায় কৃষকের পাশে এগিয়ে এসেছে দুমকি উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নে শেখ আতিকের ৪ কাঠা জমির মুগডাল তুলে দেন দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মীবৃন্দ।
শেখ আতিক বলেন,শ্রমিক সংকটে থাকায় আমার মুগডাল তোলা ব্যাহত হচ্ছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা জানতে পেরে তারা এসে আমার মুগ ডাল তুলে দেয়, এতে আমি অনেক উপকৃত হয়েছি।
ছাত্রলীগ নেতা এস এম প্রিন্স বলেন, আমাদের উপজেলায় এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে কিন্তু শ্রমিক সংকট থাকায় মুগডাল তোলা ব্যাহত হচ্ছিল, আমরা জানতে পেরে শেখ আতিকের ৪ কাঠা জমির মুগডাল তুলে দিয়েছি।
উল্লেখ্য চলতি মৌসুমে দুমকিতে ৪ হাজার ১'শ ৭১ হেক্টর জমিতে মুগডালের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট থাকার মুগডাল তোলা ব্যাহত হচ্ছে।
আরএক্স/