সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেল পাচ্ছেন না
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
নতুন বেতন কাঠামো বা পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মূলত অর্থনীতিক সংকটের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাজেট চূড়ান্ত করার বৈঠকে এ প্রস্তাব উঠছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরের জন্য বৈঠকে আয় ও ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করার কথা রয়েছে। পাঁচ বছর অন্তর নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়। সর্বশেষ ২০১৫ সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয়েছিল।
মূল্যস্ফীতি বিবেচনায় ইনক্রিমেন্ট বাড়ানোর প্রস্তাব ছিল বেতন কমিশনের। অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়। তবে ইনক্রিমেন্ট ৫ শতাংশই রয়ে গেছে। সর্বশেষ বেতন স্কেল দেয়ার পর আট বছর পার হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশে সরকারি চাকরিজীবী রয়েছে প্রায় ১৪ লাখ। করপোরেশন ও এমপিওভুক্ত শিক্ষকসহ এ সংখ্যা প্রায় ২২ লাখ। চলতি অর্থবছরে সরকারি বেতন-ভাতা খাতে বরাদ্দ কমিয়ে ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা রাখা হয়েছে।
জেবি/ আরএইচ/