টেবিল ঘড়ি নিয়ে লড়বেন জাহাঙ্গীরের মা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৩ এএম, ১০ই মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।
মঙ্গলবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
নির্ধারিত দিন মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে রিটার্নিং কর্মকর্তা। বরাদ্দকৃত প্রতীক অনুযায়ী— স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক।
জেবি/ আরএইচ/