জাতীয় পার্টির অফিসে হামলা সম্পর্কে যা বললেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
তিনি জানান, শাহবাগে অনুষ্ঠিত সংহতি সমাবেশে উপস্থিত কোনো কর্মীই এ ঘটনার সঙ্গে যুক্ত নন।
আরও পড়ুন: হাসপাতালে নুরকে দেখতে গেলেন মির্জা আব্বাস
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুক্রবার শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলনসহ গণতন্ত্র মঞ্চের দলগুলো, ১২ দলীয় জোট এবং বিভিন্ন বাম, প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনৈতিক সংগঠন অংশ নেয়। সেখানে নুরের ওপর হামলার বিচারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাধের বিচার দাবিও তোলা হয়।
আরও পড়ুন: আজ আমরা দ্বিধাবিভক্ত, এসব রাসুলের শিক্ষা নয়: রিজভী
রাশেদ খান দাবি করেন, গণঅধিকার পরিষদ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তিনি স্মরণ করিয়ে দেন, আগেই তারা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী ও জিএম কাদের ফ্যাসিবাদের সহযোগী। তাদেরকে বিরোধী দল বানানোর জন্য দেশি-বিদেশি তৎপরতা চলছে।
আরও পড়ুন: চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝুলানোর হুঁশিয়ারি দিলেন সারজিস
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মিছিল প্রতিহত না করলেও গণঅধিকার পরিষদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসর শামীম হায়দার পাটোয়ারী ও জিএম কাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।”
এএস