তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানালেন ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে আসবেন।
আরও পড়ুন: নুরের শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য জানালেন রাশেদ খান
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য প্রকাশ করেন ডা. জাহিদ।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু পতিত স্বৈরশাসকরা ভিন্ন পথ অবলম্বন করে জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা আস্থা রাখে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আরও পড়ুন: জাতীয় পার্টির অফিসে হামলা সম্পর্কে যা বললেন রাশেদ খান
পিআর পদ্ধতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ প্রক্রিয়া বেআইনি দাবি করে যারা সংবিধানকে ইচ্ছেমতো ব্যবহার করতে চায় তাদের উচিত জন-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানো। সংবিধান কোনোভাবেই আবেগের বশবর্তী হয়ে বাতিল বা ডাস্টবিনে ফেলে দেওয়ার বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি।
এএস