আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস হয়ে গেছে পাটকল: মঈন খান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৪ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


আওয়ামী লীগের লুটপাটে ধ্বংস হয়ে গেছে পাটকল: মঈন খান
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের ঐতিহ্যবাহী পাটকলগুলো ধ্বংস হয়ে গেছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা জানালেন ডা. জাহিদ


তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জুটমিলে প্রথমবারের মতো ৮ ঘণ্টা কর্মব্যবস্থা চালু করেছিলেন এবং শিল্পের উন্নয়নে নানা উদ্যোগ নেন। অথচ বর্তমান সরকার লুটপাটের মাধ্যমে এই শিল্প ধ্বংস করে দিয়েছে।


মঈন খান আরও বলেন, নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল ও ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। শুধু কল বন্ধই নয়, অন্যায়ভাবে বহু শ্রমিককে চাকরিচ্যুতও করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে এ ধ্বংসযজ্ঞে জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।


আরও পড়ুন: নুরের শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য জানালেন রাশেদ খান


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।


এএস