নুরের শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য জানালেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে স্বল্প মেয়াদি স্মৃতিশক্তি হ্রাসে (শর্ট টাইম মেমরি লস) ভুগছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তার ভাষায়, নুর ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন এবং শারীরিক অবস্থারও কোনো উন্নতি হয়নি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: জাতীয় পার্টির অফিসে হামলা সম্পর্কে যা বললেন রাশেদ খান
রাশেদ খান বলেন, “আজ সকালে নুরের কাছে গেলে দেখি তিনি বসার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ কাশির সঙ্গে নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এখনো পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত। তিনি পুরোপুরি কথা শেষ করতে পারেন না, কথার মধ্যে ঘুমিয়ে পড়েন। দুই ঘণ্টা আগে ওষুধ খেয়েছেন কি না, সেটিও মনে করতে পারেন না।”
তিনি আরও জানান, নুর বর্তমানে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, শরীরের ভারসাম্যহীনতা রয়েছে। তার চোয়াল ও নাকে ভাঙন থাকায় সর্দি বেড়ে গেছে। পরিবার ও চিকিৎসকদের সঙ্গে আলাপে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: হাসপাতালে নুরকে দেখতে গেলেন মির্জা আব্বাস
বিদেশে চিকিৎসার বিষয়ে রাশেদ খান বলেন, “সরকার চিকিৎসার আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নিচ্ছে না। একটি মহল নুরকে বিদেশে নিতে অনীহা প্রকাশ করছে। আমরা চাই নুর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক।”
এর আগে শুক্রবার শাহবাগে অনুষ্ঠিত সংহতি সমাবেশে নুরের ওপর হামলার বিচারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের অপরাধের বিচার দাবিও ওঠে।
আরও পড়ুন: আজ আমরা দ্বিধাবিভক্ত, এসব রাসুলের শিক্ষা নয়: রিজভী
এ ঘটনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে রাশেদ খান বলেন, “গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের কেউ ওই ঘটনায় জড়িত নয়।”
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে দেশি-বিদেশি এজেন্টরা সক্রিয়। শামীম হায়দার পাটোয়ারী ও জিএম কাদেরকে ‘ফ্যাসিবাদের দোসর’ উল্লেখ করে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।
এএস