Logo

আজ আমরা দ্বিধাবিভক্ত, এসব রাসুলের শিক্ষা নয়: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫০
29Shares
আজ আমরা দ্বিধাবিভক্ত, এসব রাসুলের শিক্ষা নয়: রিজভী
ছবি: সংগৃহীত

বর্তমান সমাজে যে বিভাজন দেখা যাচ্ছে, তা ইসলামের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বর্তমান সমাজে যে বিভাজন দেখা যাচ্ছে, তা ইসলামের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আজ আমরা দ্বিধাবিভক্ত। কোথাও মাজার ভাঙা হচ্ছে, কোথাও মরদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে, এসব কোনোভাবেই রাসুলের শিক্ষা নয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, ইসলামের মূল শিক্ষা হলো ঐক্য, অথচ আমরা নিজেদের মধ্যে ফেরকা ও বিভাজন সৃষ্টি করছি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার ঐক্যের প্রতীক। তার চরিত্র, আদর্শ ও জীবনদর্শন থেকে শিক্ষা নিলে সমাজে হানাহানি, অন্যায়-অনাচার ও অশান্তি দূর হতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আক্ষেপ করে বলেন, “যিনি আমাদের জন্য আদর্শ ও মডেল, তাকে আমরা অনুসরণ করি না। এটিই মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা।”

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD