চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝুলানোর হুঁশিয়ারি দিলেন সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

চোর, বাটপার ও চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি তোলা হয়।
আরও পড়ুন: জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় যা জানাল বিএনপি
সারজিস আলম বলেন, যারা চাঁদাবাজ, চোর ও হুমকি দিয়ে সমাজ অস্থির করে তুলছে, তাদের সামাজিকভাবে চিহ্নিত করা হবে। এজন্য মা-বাবার নামসহ তাদের তালিকা সর্বত্র টানানো হবে।
তিনি আরও অভিযোগ করেন, পঞ্চগড় জেলা ছাত্রদল বিভিন্ন স্কুলে কমিটি গঠন শুরু করেছে, যা ছাত্ররাজনীতির নামে অযোগ্যদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা। তিনি স্পষ্ট করে জানান, নতুন বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুরবৃত্তির রাজনীতি চলতে দেওয়া হবে না।
আরও পড়ুন: বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএস