শতাধিক গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


শতাধিক গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা
শতাধিক গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা

গাছ কেটে জমি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আবদুল মতিন চৌধুরী নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায়। 


এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই প্রভাবশালীর বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহিনুর বেগম।


শাহিনুর বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের চৌপল্লী জয়তারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রক্ষিত বাড়ির মৃত. শাহজাহানের মেয়ে। অভিযুক্ত আবদুল মতিন চৌধুরী একই এলাকার মৃত. আবদুল গফুর চৌধুরীর ছেলে।

 

ভুক্তভোগী শাহিনুর বেগম জানায়, অনেক আগ থেকেই অভিযুক্তরা বাগানের নারিকেল, সুপারিসহ বিভিন্ন ফসল জোরপূর্বক ভোগ করতেন। এসবে শাহিনুরের বাবা মৃত. শাহজাহান বাঁধা দেওয়ায় মারধরসহ নানা রকম নির্যাতনের শিকার হতে হয়েছে।


শাহিনুর আরো জানায়, গত শনিবার (৬ মে) আবদুল মতিন আমাদের জমির শতাধিক গাছ কেটে বিক্রি করে দেয়। বিষয়টি তাৎক্ষণিক ফোনে স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছেন তিনি।  


আবদুল মতিনরা গত বছর খানেক আগে আমাদের ৫২ শতাংশ জমির জন্য মাত্র ৫০ হাজার টাকা বায়না দিয়েছেন। এক মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করে জমিটি রেজিষ্ট্রেশন নেওয়ার কথা ছিল। 


কিন্তু দশ মাস পার হলেও আবদুল মতিনরা জমির টাকা পরিশোধ করেননি। জমিও রেজিষ্ট্রেশন নেয়নি। পূর্বের মতো জোরপূর্বক ভোগদখল করতে চায় আমাদের জমি।


অভিযোগগুলো অস্বীকার করে আবদুল মতিন চৌধুরী বলেন, বায়নাসূত্রে জমিটির মালিক ও দখলকার হয়ে গাছ কাটা হয়েছে। তাছাড়া গাছ কেটেছি বাগান পরিস্কার রাখার জন্য। 


এ বিষয়ে উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গাছ কাটার অভিযোগটি শুনেছি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি দ্রুতই সমাধানের চেষ্টা করা হবে।


আরএক্স/