দর্শনায় ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২১ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


দর্শনায় ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড
ছবি: জনবাণী

চুয়াডাঙ্গার দর্শনার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ক্লিনিক সিলগালা এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের জেল দিয়েছেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।


মঙ্গলবার (৯ মে) দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে দর্শনা পুরাতন বাজারে বারাকা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাওন আক্তার নামের এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।


জানা গেছে, অভিযান পরিচালনার সময় নিজের বা ক্লিনিকের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মেডিকেল প্যাথলজিস্ট ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) ধারায় দোষী সাব্যস্ত করে ভুয়া ডাক্তার ক্লিনিক মালিক ফিরোজ আহমেদের স্ত্রী শাওন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


অভিযান পরিচালনা করার সময় সঙ্গে ছিলেন দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা ওয়াহিদ তানিয়া। এছাড়া এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশ।

জেবি/ আরএইচ/