লামায় উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


লামায় উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদা আক্তার মিলি

বান্দরবানের লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদা আক্তার মিলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (৯ মে) বেলা ১১টা নিজ ঘরের পাটাতনের সাথে গলায় ফাঁস দেন তিনি।


সাইদা আক্তার মিলি লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিড়ি এলাকার আবুল কালাম ও রূপনা আক্তারে কন্যা এবং রপসীপাড়া ইউনিয়নের দরদরী পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কমর্রত ছিলেন। গত দেড় বছর আগে রাঙামাটির কায়ছার আহমদের সঙ্গে তার বিয়ে হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। সকালে মিলির মা সহকারী শিক্ষক রুপনা আক্তার স্কুলে চলে যায়। বেলা ১১টার দিকে বাড়িতে একা থাকা অবস্থায় নিজ রুমের পাটাতনের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।


লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রোবিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 


লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগম বলেন, মিলি খুবই পরিশ্রমী ও ভদ্র একজন মানুষ ছিল। তার মত মেয়ে এমন কাজ করবে ভাবতে পারিনি।


লামা থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মৃতের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি/ আরএইচ/