যমুনা টিভির হৃদয়ের ময়নাতদন্ত সম্পন্ন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


যমুনা টিভির হৃদয়ের ময়নাতদন্ত সম্পন্ন
যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খোদা হৃদয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খোদা হৃদয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (৯ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।


এর আগে মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের একটি ৮ তলা বাসার চিলেকোঠা থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।


সুরতহাল প্রতিবেদনে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুরুল ইসলাম সজীব উল্লেখ করেন, ছাদের রুমটিতে শায়িত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। হৃদয়ের গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ আছে। তিনি ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


মৃত হৃদয়ের মামা ফেরদৌস হাসান জানান, এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। সোমবার রাতে হৃদয় তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। সে সময় ওই মেয়েকে নিয়ে অনেক হতাশার কথা বলে। তখন তার মা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেন।


তিনি জানান, এমনকি আজ সকালে ওই মেয়েই হৃদয়ের ফোন থেকে তার মাকে ফোন দিয়ে জানান, হৃদয় আর নেই। বিষয়টি প্রথমে বিশ্বাস করেননি তারা। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হন, হৃদয় মারা গেছেন।


হৃদয়ের সহপাঠী নিলয় বিশ্বাস সাংবাদিকদেরকে জানান, ২০১৮ সালে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জার্নালিজম বিভাগে ভর্তি হন হৃদয়। ২০২১ সালে অনার্স শেষ করার পর মাস্টার্সে ভর্তি হন। এরপর যমুনা টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে যোগ দেন।


তিনি জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে হৃদয় তার একটি গ্রুপে হতাশামূলক কিছু কথা লেখেন। তবে রাতে সেটি কেউ খেয়াল করেনি। সকালে তার মৃত্যুর খবর শুনতে পান। মানসিক কোনো চাপ থেকেই হৃদয় আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।

জেবি/ আরএইচ/