Logo

জামালপুরে বন্ধুর হাতে বন্ধু খুন!

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৩, ০৭:৫১
21Shares
জামালপুরে বন্ধুর হাতে বন্ধু খুন!
ছবি: সংগৃহীত

জামালপুর শহরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল ২৭ নামে এক যুবক খুন হয়েছে,তাৎক্ষণিক ঘাতক খুনিকে গ্রেফতার করছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

জামালপুর শহরে বন্ধুর ছুরিকাঘাতে হাবিল ২৭ নামে এক যুবক খুন হয়েছে,তাৎক্ষণিক ঘাতক খুনিকে গ্রেফতার করছে সদর থানা পুলিশ। 

মঙ্গলবার (৯ মে) রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় রং মিস্ত্রিরির কাজ করতো।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে এবং সঙ্গীও ফোর্সের সহযোগিতায় ঘাতক খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।  

হাবিল ও চাঁন মিয়া এক সাথে রং মিস্ত্রির কাজ করতো। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। রাত সাড়ে ৭টায় দুজনেই মেথর পট্রিতে মদ খেতে যায়। তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁ মিয়ার মা বোনকে নিয় অকথ্য ভাষায় গালিগালজ করে। 

বিজ্ঞাপন

এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি আরো জানান, এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD