রাষ্ট্রপতির নামের সঠিক বানান ব্যবহারের অনুরোধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ১০ই মে ২০২৩


রাষ্ট্রপতির নামের সঠিক বানান ব্যবহারের অনুরোধ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নাম সঠিক বানানে লেখার অনুরোধ জানিয়েছে  রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ। 


সোমবার (৮ মে) তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ওই বিজ্ঞপ্তিতে  রাষ্ট্রপতির নামের সঠিক বানান  বাংলা ও ইংরেজিতে লিখে জানানো হয়েছে।


তে বলা হয়েছে, রাষ্ট্রপতির নামের সঠিক বানান বাংলায় মো. সাহাবুদ্দিন, ইংরেজিতে MOHAMMED SHAHABUDDIN.


সরকারি দফতর, গণমাধ্যম ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে এই বানান ব্যবহার ও প্রচার-প্রকাশের অনুরোধ করেছে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ।


জেবি/এসবি